আইফোন ৫ ব্যবহারকারীদের অ্যাপলের সতর্কবার্তা

২৭ অক্টোবর, ২০১৯ ১৪:০৫  
আইওএস ১০.৩.৪-এ আপডেট করতে আইফোন ৫ ব্যবহারকারীদের ফোনে সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল। অ্যাপল এই সতর্কবার্তায় জানায়, ৩ নভেম্বরের আগে আইওএস ১০.৩.৪-এ আপডেট না করলে মূল অনলাইন ফিচার (ইমেইল, ওয়েব ব্রাউজিং, অ্যাপ স্টোর এবং আইক্লাউড সহ) ইত্যাদি ফিচার ব্যাবহার করতে পারবেন না আইফোন ৫ ব্যবহারকারী। তবে এতে খুব বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছে অ্যাপল। কারণ, ১৫  অক্টোবর পর্যন্ত আইওএস ডিভাইস ব্যবহারকারীদের ৯ শতাংশই আইওএস ১২ এর আগের সংস্করণের সফটওয়্যার চালাচ্ছেন। আর এদের অনেকেই এখন নতুন হার্ডওয়্যার ব্যবহার করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০.৩.৪-এ আপডেট না করতে পারলে চিন্তার কোন কারণ নেই। তাই নতুন সফটওয়্যারটিতে স্থানান্তর করতে চাইলে কম্পিউটারে ব্যাকআপ ও রিস্টোর করতে হবে ব্যবহারকারীকে। ডিজিবাংলা/প্রান্ত